By Bishnu Goswami.


খেলার নিয়মাবলী:

চারজন বা তার বেশি লোকে এই খেলাটি খেলতে পারে. নিম্নপক্ষে প্রতি দল এ দুটি খেলবার থাকবে.  
প্রথমেই এই ভাগটি করে নিলে ভালো. ধরা যাক অগন, পূষণ, ভক্কা আর পূর্বা খেলাটি খেলছে.  অগন  
আর পূষণ হলো দল ক এবং বাকি দুজন দল খ .

প্রথম পর্বে পূষণের হাতে ফোন থাকলো. সে তার নিজের দল এর অগনের বিপরীতে বসবে. পূর্বা  পূষণের  
পাশে বসে নজর রাখবে ফোনটিতে.

 
খেলা সুরু হবার পর ছটি শব্দ দেখা যাবে একটি পাতায়. ওপরে মোটা হরফে লেখা শব্দটি হলো মুখ্য শব্দ.  
এটি না বলে অন্য কথা ইঙ্গিত দিয়ে এটি বলাতে হবে আগনের মুখ দিয়ে. নিচে আরো কটি শব্দ কাত  
হরফে লেখা থাকবে, সেগুলি কিন্তু বলা যবেনা .

ধরা যাক একটি শব্দ হলো ফল, এবং নিচের শব্দগুলি গাছ, মিষ্টি, পারা, গোল এবং ডাল. পূষণ বলতে  
পারে <এই জিনিসটি পরিবেশে পাব যায়, এতে বিচ থাকে এবং অনেকে খেতে ভালবাসে>. এটি শুনে অগন   
হয়তো বলে ফেলবে |ফল|. ঠিক বললে |ঠিক হয়েছে| বোতামটি টিপতে হবে. না পারলে আরো একটি  
(বা দুটি, প্রথমেই ঠিক করে নিতে হবে) বাক্য পূষণ বলতে পারবে. অগন  ভুল বললে তাকে আরো  
একটি  (বা দুটি, প্রথমেই ঠিক করে নিতে হবে) সুযোগ দিতে হবে. দিতীয়বার ও না পারলে, বা সময়  
শেষ হলে, অন্য দল এর অন্যজনকে (পূর্বা নয়) সুযোগ দিতে হবে একবার. পূষণ এর দল পারলে দু  
পয়েন্ট এবং অন্যদল বলতে পারলে এক পয়েন্ট পাবে.

এরপর যখন |খ দল এর পালা| লেখা আসবে, ফোনটি অন্যদল এর হাতে দিতে হবে. ভক্কার হাতে যাবে  
ফোন. এভাবেই চলবে যতক্ষণ না একটি দল বিজয়ী পয়েন্ট (১৬ বা অন্যকিছু) অর্জন করবে.

বিশেষ নিয়ম:
~ইংরাজি শব্দ ব্যবহার করা যবে না. করলেই অন্যদল এর সুযোগ আসবে.|ভুল হয়েছে| বোতামটি টিপতে  
হবে (বাকি সবগুলোর ক্ষেত্রেও).
~খুব কাছের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না.
~মুখ নাড়িয়ে শব্দ না করার জাসুসি করা যবে না.
ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটি তৃতীয় লোক বোতাম টিপবে. তাহলে ভুল টেপা হবেনা. ভক্কা টিপতে  
পারে এটি, যখন অগন বা ভক্কা (সময় শেষ হবার পর) কেউই বলতে পারেনি শব্দটি.
     

তিনটি খেলার ধরন আছে এই শ্রীজীবশক্তি খেলায়.
ধরন ক : সাধারণ খেলা : এই খেলাটিতে সময় শেষ হলে কোনো ঘন্টা বাজে না. তাই এটি বেশি আরামে  
খেলা যায় . মোটামোটি একটি সময় পর নিজের দল এর লোককে থামতে বলে অন্য দলের কাউকে সুযোগ  
দিতে হবে. তারা ঠিক বললে অন্যদল ঠিক বলেছে টিপতে হবে. অন্যদল ও ভুল বললে ভুল হয়েছে  
বোতামটি টিপতে হবে. প্রথম দল আগে ঠিক বললে ঠিক হয়েছে বোতামটি এসবের আগেই টিপতে হবে,  
বলাই বাহুল্য !

ধরন খ: সময় ভিত্তিক খেলা: এটি আগের মতনই , তবে একটা সময় পর ঘন্টা বাজবে. এখন আর যে  
দল বলছে সে বলতে পারবে না, অন্য দল কে সুযোগ দিতে হবে.

ধরন গ: গোল চাকতি টিপে এটিতে যেতে হবে. এই ধরনটিতে ১ থেকে ৫ একটি যেকোনো পাতার  
সব্দগুলো পরপর দেখানো হবে. এটিতে ফলাফল রাখার কোনো ব্যবস্থা নেই. তাই একটি কাগজ কলম  
থাকলে সুবিধে এটিতে.

খেলা চলাকালীন একদম প্রথম থেকে বোতাম টিপলে খেলা একদম প্রথম এ চলে যাবে. |ফলাফল| বোতামটি টিপলে তাত্ক্ষণিক ফলাফল এবং কোন দল এর পালা সেটি বোঝা যাবে.

কোনো বিতর্কের ক্ষেতে ভক্কার কাকা এবং এই খেলার জনক শ্রীমান বিষ্ণু গোস্বামীর মতামত ই শিরোধার্য গণনা কর হবে.
ধন্যবাদ!







//OLD TEXT BELOW//

শ্রীজীব গোস্বামী ওরফে ভক্কারাশু ওরফে গদাধর গোসাই ওরফে সন্নেশার এর প্রতি নিবেদিত. বিষ্ণু গোস্বামী (কাকা) দ্বারা সৃষ্ট .

খেলার নিয়মাবলী : দুটি দল খেলবে. চার জন বা তার বেশি লোক চাই. প্রতি দান এর আগে বলা হবে ক নাকি খ দল এর পালা. যে দলের পালা তার হাতে থাকবে ফোন. সেটা শুধু সে নিজে দেখতে পাবে এবং তার পাশে থাকা অন্যদল এর একজন.

এরপর সামনে ফুটে ওঠা ওপরের শব্দটি বলাতে হবে নিজ দলের একজন কে দিয়ে. সেই শব্দটি কিন্তু মুখে উচ্চারণ করা যবে না. এ ছাড়া শব্দটির নিচে কাত হয়ে থাকা পঞ্চ শব্দের একটিও বলা যবে না.

যদি ওই ৫ +১ টি শব্দ উচ্চারিত হয়, অন্যদলের যে পরিদর্শক সে বলা থামাতে বলবে. অন্যদলের একজন কে এবার সুযোগ দিতে হবে শব্দটি একবার বলার. সময়ের ভিত্তির খেলা হলে সময় শেষ হলে অন্যদল একবার বলার সুযোগ পাবে. অন্যদল ঠিক বললে <অন্যদল ঠিক বলেছে> তার বোতাম টিপতে হবে !"

এরপর ভুল হলে <ভুল  হয়েছে> বোতামটি  টিপতে হবে. ঠিক হলে <ঠিক হয়েছে > বোতামটি টিপতে হবে . অন্যদলের হাতে এবার ফোনটি যাবে. আবার চলবে নতুন ঘূর্ণন.

কোন দল এর পালা জানতে হলে বা ফলাফল জানতে হলে <ফলাফল> বোতামটি টিপতে হবে. নমস্কার. 


নুতন সংবাদ: অনদ্রিদ ধরনটাও যোগ করা হলো !

Download

Download
VokkaV4_FullStop.apk 3 MB