A downloadable project for Android

মশা।

পৃথিবীতে মানুষের শিকারী কেউ আছে কি ? আপাতদৃষ্টিতে মনে হয় , না । মানুষ তো শিকার করে, শিকার হয় এরম তো শোনা যায় না ?

কিন্তু এ কঠিন বাস্তব যে প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন (১ মিলিয়ন=১০ লক্ষ ) লোক মারা যায় মশাবাহিত রোগে। পৃথিবীর ৪০% লোক এই সংক্রান্ত রোগ হবার ঝুঁকিতে আছে। এর মধ্যে উন্নয়নশীল দেশেই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ম্যালেরিয়া, ডেঙ্গু, ফিলারিয়াসিস ইত্যাদি রোগের সহিত আমরা সকলেই অল্পবিস্তর পরিচিত । কিন্তু তা সত্তেও প্রতিদিন ই কাগজে দেখা যায়... টিভি তে শোনা যায়...মশাবাহিত রোগের কবলে পড়ে  অসুস্থতার খবর,   প্রাণহানির খবর।  কয়েক মাস /বছর ভালই যায়, কিন্তু সে খবর ফিরে ফিরে আসে বিশেষত বর্ষাকালে। যে সময় মশা প্রজোনন করে এবং ডিম পারে।

এই মশা কে দূর করতে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে লড়াই করতে হবে । প্রাচীনকালে, যখন মানুষ আগুন জ্বালতে শেখেনি, তখন থেকেই  আমাদের লড়াই করতে হত গোষ্টিবদ্ধ হয়ে। পেটের তাগিদে হাতির চেয়েও বড় ম্যামথ আমরা অনায়াসে শিকার করে ফেলতাম। এখন আমাদের শিকার করতে হয় না। প্রয়োজন পরে না । কিন্তু এখন আমাদের দরকার এই মশা নামক বিভিষিকার বিরুদ্ধে সেই আলংকারিক অস্ত্র তুলে নেওয়া। দরকার তাকে প্রতিহত করা, এবং দায়িত্ববদ্ধ ভাবে, গোষ্ঠিবদ্ধ হয়ে এর মোকাবিলা করা।

এই যজ্ঞে আমাদের প্রথমে  দরকার মশা এবং মশাবহিত রোগ সম্পর্কে জ্ঞান । আর্ট অফ ওয়ার এ সুন জু বলেছিলেন "আমরা যদি আমাদের শত্রু কে জানি, এবং নিজেদের জানি, তাহলে হাজার যুদ্ধ আমরা জিতব । " নিজেদের ও জানতে হবে... কি করে আমরা নিজেদের রক্ষা করতে পারি, কি পূর্বপরিকল্পনা নিলে মশা পুর্ণবয়েস্ক  হবার আগেই (উড়ন্ত আক্রমন প্রতিহত করা বেশ অসুবিধার কথাই  বটে ) তাদের ধংস করতে পারে এই নিয়ে আমাদের জানতে হবে। এরপর আমাদের দৃঢতার সঙ্গে মাঠে নেমে কাজে লাগতে হবে। অনেক মশা, যেমন ডেঙ্গুর মশা, ৫০-১০০ মিটার এর বেশি উড়তেই পারে না। তাই আমরা নিজেদের পাড়ার যদি খেয়াল রাখি, অল্প সমায়েই সুফল দেখা যাবে ।

এই প্রেক্ষাপটে উপরোক্ত সফটওয়্যার টির জন্ম । এই ক্ষুদ্র প্রচেষ্টায় মূলত সমস্যার  তিনটি দিক দেখানো হয়েছে-

১ ) মশার পরিচয়- এখানে মূল তিন ধরনের মশা সংক্ষিপ্তে বিবৃত হয়েছে। মশার বিভিন্ন দশা, যেমন ডিম, লার্ভা এবং পূর্ণাঙ্গ , এদের ছবি দেখানো হয়েছে ।

২)মশার বাসস্থান ও নির্মূল পদ্ধতি - ব্যক্তিগত এবং সামাজিক উভিয়ই। 

৩)মশাবাহিত রোগ ও লক্ষণ- গুরতপূর্ণ রোগসমূহের সংক্ষিপ্ত বিবরণী এবং প্রাথমিক রোগলক্ষণ এর বর্ণনা ।


এছাড়াও সফটওয়্যার টিতে একটি মশা মারার মজার খেলা আছে, যা আশা করা যায় খুদে-বড় নির্বিশেষে সকলের ভালো লাগবে এবং সফটওয়্যার টি আরো প্রিয় হবে।


ডেভেলপারের এই ক্ষুদ্র প্রচেষ্টায় বর্ধমান বিশ্ববিদ্যালেয়ের মাননীয় প্রফেসর গৌতম চন্দ্রের(পি.এইচ. ডি , ডি.এস.সি ) অবদান অনেকখানি , অনুপ্রেরণা এবং তথ্যসমৃদ্ধি উভয়েই। তাঁর লেখা বই  "প্রশ্নোত্তরে- মশা ও অনান্য পোকা মাকড় বহিত রোগ ও প্রতিরোধ " সমূহ সাহায্য করেছে এই সফটওয়্যার টি বাস্তবায়িত হতে।

প্রাণিবিদ্যা বিভাগের (বর্ধমান বিশ্ববিদ্যালেয়) সকল অধ্যাপক-অধাপিকাদের  কাছে ডেভেলপার চিরকৃতজ্ঞ । 

 সফটওয়্যার টির সাহায্যে যদি মানুষেরা সামান্যভাবেও উপকৃত হন তাহলে ডেভেলপার বধিত থাকবে । ভবিষ্যতে আরো বড় করে হয়তো সফটওয়্যার টেকনোলজি ব্যবহার করে এই যুদ্ধকে একতরফা করা যাবে । 


মানুষের দিকে। 

_--------------------------------------------------------------------------------------_

এই সফটওয়্যার টি তে কোনো অ্যাড বা মানিটাইজেসান করা নেই।  দুটি রূপে এই সফটওয়্যার ইন্সটল করা যাবে-

১ ) অনলাইন আপ্প, যা ইনস্টল করতে হয না, এবং,

২)আনড্রয়েদ আপ্প, একটি এ.পি.কে ফাইল যা ইনস্টল করেতে হবে। 


ধন্যবাদন্তে,

বিষ্ণু গোস্বামী

(ডেভেলপার)



Download

Download
Mosa_Damon .apk 5 MB